ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
ফেনীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ফেনী পৌর সভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিন, ফেনী সদর যুবলীগের সাধারণ সম্পাদক করিমুল্লাহ আজাদ প্রমুখ।
 
যোগদানকারী বালিগাঁও ইউনিয়ন বিএনপির নেতা, ফেনী সদর শ্রমিক দলের সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নবী জানান, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে দারুণভাবে ভূমিকা পালন করছে। যে ফেনী এক সময় সন্ত্রাসের জনপদ ছিল সেই জেলা আজ শান্তির জনপদ হয়ে উঠেছে। আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপি ছেড়ে এখানে যোগ দিয়েছি।

বিএনপি উন্নয়নের রাজনীতি থেকে বেরিয়ে এসে সন্ত্রাস আর জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাই অনেকেই এ দল ছেড়ে আগামী দিনগুলোতে আওয়ামী লীগে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।