ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

বিদ্রোহীদের বহিষ্কার করবে রাজশাহী আ.লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
বিদ্রোহীদের বহিষ্কার করবে রাজশাহী আ.লীগ

রাজশাহী: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তাদের পক্ষে যারা নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী জেলা আওয়ামী লীগ।

শনিবার (০৯ এপ্রিল) দুপুরে মহানগরীর লক্ষীপুর দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীসহ তাদের পক্ষে যারা আছেন তাদের তালিকা করে জমা দিতে উপজেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

এদিকে, তৃতীয় ও চতুর্থ দফায় রাজশাহী জেলার বাগমারা, গোদাগাড়ী ও তানোর উপজেলার ৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিলসহ প্রচার শুরু হয়েছে। তিন উপজেলায় কয়েকজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে রয়েছেন। এর মধ্যে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৩টিতে বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন।

এরা হলেন- গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, গোয়ালকান্দির সভাপতি আলমগীর হোসেন সরকার ও যোগিপাড়ার সাধারণ সম্পাদক কামাল হোসেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী মনোনয়ন দিয়েছেন। দলের সভানেত্রীর সিদ্ধান্ত যারা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের আর আওয়ামী লীগ করার কোনো সুযোগ নেই।

দলের বিদ্রাহী প্রার্থী ও তাদের সঙ্গে যারা আছেন তাদের নামের তালিকা তৈরি করে উপজেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য এনামুল হক, আয়েন উদ্দিন, আক্তার জাহান, জেলার সহসভাপতি জিনাতুন নেছা তালুকদার, অনিল কুমার সরকার, মকবুল হোসেন, রুস্তম আলী, আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু, মোস্তাফিজুর রহমান মানজাল, কামরুজ্জামান চঞ্চল, সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক ও মেরাজ উদ্দিন মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।