ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মিনার চৌধুরীর জামিন বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বিএনপি নেতা মিনার চৌধুরীর জামিন বাতিল

ঢাকা: ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মিনার চৌধুরীর স্বাস্থ্য প্রতিবেদন আসার পর সোমবার (১১ এপ্রিল) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

একইসঙ্গে কারাগারের যে তিন চিকিৎসক মিনারকে জেলখানা থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নেওয়ার সুপারিশ করেছিলেন, তাদেরকে তলব করেছেন সর্বোচ্চ আদালত।
গত ২৪ মার্চ হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা মিনার চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়। পাশাপাশি তার স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করতে মেডিকেল বোর্ড গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বিএসএমএমইউ’র ভিসিকে নির্দেশ দেওয়া হয়।

সে অনুসারে প্রতিবেদন দাখিল করা হয়।

বিএসএমএমইউ’র প্রতিবেদনে মিনারকে ‘সুস্থ’ উল্লেখ করা হয়। এ কারণে কারাগারের যে তিন চিকিৎসক মিনারকে জেলখানা থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নেওয়ার সুপারিশ করেছিলেন তাদেরকে তলব করে রুল জারি করেন আপিল বিভাগ।

১৫ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তবে মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ভিত্তিতে মিনারকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট আব্দুর রেজাক খান।

গত ১৬ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ মিনার চৌধুরীকে ৬ সপ্তাহের জামিন দেন। এ জামিনাদেশ স্থগিতে আপিলে যান রাষ্ট্রপক্ষ। ২৪ মার্চ মিনার চৌধুরীর জামিন দুই সপ্তাহের জন্য স্থগিত করে তার স্বাস্থ্য প্রতিবেদন তলব করেন আপিল বিভাগ। ‍
 
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাবেক উপজেলা চেয়ারম্যান, স্থানীয় পত্রিকার সম্পাদক ও গাড়িচালকও দগ্ধ হন।

ওইদিন রাত ১টার দিকে নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত অঅরও ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।