ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বোরহানউদ্দিনে ২ ইউপিতে আ.লীগের ২ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
বোরহানউদ্দিনে ২ ইউপিতে আ.লীগের ২ প্রার্থী বিজয়ী

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্থগিত থাকা  দুইটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে পক্ষিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নাগর হাওলাদার ৮ হাজার ৫৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. খালেদ মামুন পেয়েছেন ৯৬৮ ভোট।

এছাড়া বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন হায়দার ১১ হাজার ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শিহাবুদ্দিন পান ৫৮৮ ভোট।
সোমবার (১১ এপ্রিল) রাতে নির্বাচনের রির্টানিং অফিসার কল্লোল বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন।

এরআগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

এই দুই ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা থাকায় হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।