ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাবি ছাত্রদল নেতার ওপর হামলার নিন্দা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
জাবি ছাত্রদল নেতার ওপর হামলার নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হালমার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে জাবি শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি এবং বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র ইব্রাহীম খলিল বিপ্লবের ওপর রাতের অন্ধকারে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক নির্মম ও বর্বরোচিত হালমার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি।

উল্লেখ্য, ছাত্রদল নেতা ইব্রাহীম খলিল বিপ্লব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার নোট সংগ্রহ করতে এলে মওলান ভাসানী হলের নেতা-কর্মীরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।