ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ও ৭ উপ-কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
ময়মনসিংহ আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ও ৭ উপ-কমিটি গঠন ছবি: বাংলানিউজটোেয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ও ৭টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

 

আগামী ৩০ এপ্রিল সকাল দশটায় নগরীর সার্কিট হাউজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ এপ্রিল) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত নগরীর শিববাড়ি রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির কার্যকরী কমিটির সভায় প্রস্তুতি ও উপ-কমিটি গঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, সহ সভাপতি মুজিবুর রহমান মিল্কী, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ডা. এম আমান উল্লাহ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাতেমা তুজ জোহরা রাণী, নগর আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারা, সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রমুখ।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু বাংলানিউজকে জানান, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানকে। ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির বাকি সকলকে প্রস্তুতি কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া গঠন করা হয়েছে ৭টি উপ-কমিটি। অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক হয়েছেন মুজিবুর রহমান মিল্কী, সদস্য সচিব এহতেশামুল আলম। অর্থ উপ-কমিটির আহবায়ক করা হয়েছে প্রিন্সিপাল মতিউর রহমানকে। প্রকৌশলী আমিনুল ইসলাম তারা ও সাদেক খান মিল্কী টজুকে আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক ও সদস্য সচিব করা হয়েছে।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক, মঞ্চ উপ-কমিটির আহবায়ক মোহিত উর রহমান শান্ত, প্রচার উপ-কমিটির আহবায়ক গোলাম ফেরদৌস জিল্লু, সাজ-সজ্জা উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ।

এর আগে দলীয় কার্যালয়ে সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।