কুমিল্লা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা আর্দশ সদরের পাঁচথুবী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় ব্যাপক গুলিবর্ষণ ও দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
রোববার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচথুবী ইউনিয়নের শিবেরবাজার ও কৃষ্ণপুর গ্রামের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে শিবের বাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কৃষ্ণপুর এলাকার বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
এর জের ধরে রোববার সকাল থেকে দুই এলাকার দু’দলের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।
জানা গেছে, কুমিল্লা শহর থেকে আসা বহিরাগত সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র-শস্ত্র নিয়ে ওই ইউনিয়নে অবস্থান করছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান বাংলানিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমআর/আরএ