ঢাকা: নির্বাচনী প্রতীক ‘আম’ নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) দুইপক্ষের দ্বন্দ্ব নিরসনে শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন অংশটির শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ এপ্রিল ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বাধীন অংশটির শুনানি অনুষ্ঠিত হবে।
সোমবার (১৮ এপ্রিল) ইসির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে নিলুর নেতৃত্বাধীন অংশটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে চার নির্বাচন কমিশনার ও ইসি’র সচিব সিরাজুল ইসলাম এবং দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
একই দিনে দুইপক্ষের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অপর অংশের মহাসচিব মোস্তাফিজুর রহমান অসুস্থ থাকায় তাদের শুনানির দিন আগামী ২৫ এপ্রিল ধার্য করে সংস্থাটি।
সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে দু’পক্ষই নিজেদের সমর্থিত মেয়র প্রার্থীদের ‘আম’ প্রতীক দেওয়ার জন্য ইসি’র কাছে দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দু’পক্ষেরই শুনানির করার সিদ্ধান্ত নেয়।
ইসি’র সংশ্লিষ্ট শাখার প্রশাসনিক কর্মকর্তা রুমান মাহবুব চৌধুরী বাংলানিউজকে জানান, শুনানির মাধ্যমেই নির্ধারণ করা হবে কোন অংশটি মূল এনপিপি। আর এতেই নির্ধারণ করা হবে ‘আম’ প্রতীক কারা পাবেন।
একই রকম পরিস্থিতিতে গত ০৬ এপ্রিল জাসদের দু’টি পক্ষের শুনানি করেছিলো নির্বাচন কমিশন। শুনানির মাধ্যমে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পক্ষেই যায় বেশিভাগ নির্বাচন কমিশনারের রায়। ফলে ইনুর হাতেই শোভা পাচ্ছে ‘মশাল’ প্রতীক।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
ইইউডি/এএসআর