ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনার বরখাস্ত মেয়র মনির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
খুলনার বরখাস্ত মেয়র মনির জামিন

খুলনা: জামিনে মুক্তি পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
টানা ২৭ দিন কারাভোগের পর নাশকতার দু’টি মামলায় জামিন পাওয়ায় সোমবার (১৮ এপ্রিল) বিকেলে তাকে খুলনা জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।


মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়।
২৩ মার্চ নাশকতার দু’টি মামলায় খুলনার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমপর্ণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ নভেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পাওয়ার হাউজ মোড়ে এবং ২০১৪ সালের ৪ জানুয়ারি ২০ দলের হরতাল চলাকালে নগরীর পিটিআই মোড়ে বিআরটিসি বাস ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে সদর থানায় মনিরুজ্জামান মনিসহ ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে দু’টি মামলা করে পুলিশ।
পরে ২০১৫ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পাওয়ার হাউজ মোড়ের ঘটনায় ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। ওই বছরের ২২ নভেম্বর আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এছাড়া ২০১৪ সালের ৪ জানুয়ারি পিটিআই মোড়ে বিআরটিসি বাস ভাঙচুর ও নাশকতার মামলায় মনিসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এমআরএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।