বরগুনা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, চলমান পরিস্থিতিতে দেশ ও দেশের মানুষ বিপন্ন। মানুষ এ পরিস্থিতির পরিবর্তন চায়।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা টাউন হল চত্বরে আয়োজিত জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় তিনি দেশে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বলেন, দেশের মানুষ বর্তমান নির্বাচন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের একটাই স্লোগান-আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন বরগুনা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাফরুল হাসান ফরহাদ। এতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান মুনসুরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে বরগুনা জেলা সভাপতি হিসেবে জাফরুল হাসান ফরহাদ ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট লতিফ ফরাজির নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসআই