ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তৃণমূল বিএনপির কমিটি ঘোষণা করলেন নাজমুল হুদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
তৃণমূল বিএনপির কমিটি ঘোষণা করলেন নাজমুল হুদা

ঢাকা: জাতীয় প্রেসক্লাবে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সোস্যাল ডেমোক্রেটিক পার্টির তৃণমূল বিএনপিতে যোগদান’ শীর্ষক অনুষ্ঠান আয়োজনে এই কমিটির ঘোষণা দেয়া হয়।

নতুন এই কমিটিতে চেয়ারম্যান হিসাবে রয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা, কো-চেয়ারম্যান অধ্যাপিকা জাহানারা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফ মইনউদ্দিন, মহাসচিব ড. এস জেড এম সালেহউদ্দিন।

এ সময় কেন্দ্রীয় কমিটির ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়। এছাড়া তৃণমূল বিএনপির ১৯টি জেলায় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা।

অনুষ্ঠানে নাজমুল হুদা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে যদি সংলাপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সংলাপ করবেন। কিন্তু যারা নির্বাচন, গণতন্ত্র ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে না তাদের সঙ্গে সংলাপ নয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আরআইএস/কায়েস/জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।