বগুড়া (গাবতলী) থেকে: ভোট তো আর সব সময় আসে না। নির্ধারিত সময়েই ভোট আসে।
কেননা ভোট আমার রাষ্ট্রীয় অধিকার। এই অধিকার প্রয়োগ করতেই হবে। কারণ আমার একটি ভোটের জন্য হয়তো একজন ভালো মানুষ হেরে যেতে পারেন। আর এমনটি হলে মরেও শান্তি পাবো না। তাই এ বৃদ্ধ বয়সেও ভোট দিতে এসেছি।
শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে গাবতলী উপজেলার মাড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বজনদের সঙ্গে ভোট দিতে এসেছিলেন নব্বই বছর বয়সী রমিছা বিবি।
এসময় বাংলানিউজের সঙ্গে কথা হলে বৃদ্ধ রমিছা বিবি এসব কথা বলেন।
তিনি ছয়মাইল গ্রামের বাসিন্দা। স্বজন হোসনে আরা ও রহিমা বেগম নামে দু’জন নারীর সহযোগিতায় ভোট দেওয়ার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হন বৃদ্ধ রমিছা। এরপর ভ্যানে ভোট কেন্দ্রের বাইরে এসে গোলাবাড়ি বাজারে নামেন।
বাজার থেকে স্বজনদের সহায়তা নিয়ে ভোট কেন্দ্রে যান। এরপর নির্দিষ্ট বুথে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত ব্যক্তিদের সহযোগিতা নিয়ে ভোট দেন। পরে একইভাবে স্বজনদের সহায়তা নিয়ে বাড়ি ফেরেন বৃদ্ধ রমিছা বিবি।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমবিএইচ/পিসি