ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে ১৭ ইউপিতে নৌকা ও ১৫টিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
খাগড়াছড়িতে ১৭ ইউপিতে নৌকা ও ১৫টিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়

খাগড়াছড়ি: খাগড়াছড়ির ৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চেয়ারম্যান পদে ১৭টিতে আওয়ামী লীগ ও ১৫টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানায় কর্তৃপক্ষ।

খাগড়াছড়ি সদর: খাগড়াছড়ি সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আম্যে মারমা (নৌকা প্রতীক), পেরাছড়া ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী তপন বিকাশ ত্রিপুরা (মোটরসাইকেল প্রতীক) ও ভাইবোন ছড়া ইউনিয়নে জেএসএস (এমএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পরিমল ত্রিপুরা (চশমা প্রতীক) নির্বাচিত হয়েছেন। এছাড়া খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নে জ্ঞান রঞ্জন ত্রিপুরা নৌকা প্রতীক নিয়ে ও কমলছড়ি ইউনিয়নে জেএসএস সমর্থিত স্বতন্ত্র সাউপ্রু মারমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  

মহালছড়ি: এ উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন-মহালছড়ি সদর ইউনিয়নের রতন কুমার শীল (নৌকা প্রতীক), মুবাছড়ি ইউনিয়নের জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বাপ্পী খীসা, মাইসছড়ি ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা (আনারস প্রতীক) ও কেয়াংঘাট ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ চাকমা।

মানিকছড়ি: মানিকছড়ির তিনটহরী ইউনিয়নে (নৌকা প্রতীক) মো. রফিকুল ইসলাম বাবুল, মানিকছড়ি সদর ইউনিয়নে শফিকুর রহমান ফারুক (নৌকা প্রতীক) ও মানিকছড়ি বাটনাতলী ইউনিয়নে শহিদুল ইসলাম (নৌকা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দীঘিনালা: কবাখালি ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (নৌকা প্রতীক), মেরুং ইউনিয়নে মো. রহমান কবির রতন (নৌকা প্রতীক) ও বোয়ালখালি ইউনিয়নে জেএসএস (এমএনএন লারমা) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চয়ন বিকাশ চাকমা বিজয়ী হয়েছেন।

পানছড়ি: পানছড়ি সদর নাজির হোসেন (নৌকা প্রতীক), উল্টাছড়ি ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত বিজয় চাকমা, লোগাং ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রত্তোর চাকমা, চেঙ্গী ইউনিয়নের ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র কালাচাঁদ চাকমা এবং লতিবান ইউনিয়নের কিরণ ত্রিপুরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মাটিরাঙ্গা: মাটিরাঙ্গা সদর ইউনিয়নে হিরণজয় ত্রিপুরা (নৌকা প্রতীক), তাইন্দং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির, তবলছড়ি ইউনিয়নে মো. আবদুল কাদের (নৌকা প্রতীক), বর্ণাল ইউনিয়নে মো. আলী আকবর (নৌকা প্রতীক), আমতলী ইউনিয়নে আব্দুল গণি (নৌকা প্রতীক), গুমতি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ফারুক হোসেন নিটন এবং বেলছড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  

রামগড়: রামগড় সদর ইউনিয়নে শাহ আলম ও পাতাছড়া ইউনিয়নে মনিন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।

লক্ষ্মীছড়ি: লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রবীল কুমার চাকমা, দুল্যাতলী ইউনিয়নে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ত্রিলন চাকমা ও বর্মাছড়ি ইউনিয়নে একই দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হরি মোহন চাকমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।