ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তনু হত্যার বিচারে দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
তনু হত্যার বিচারে দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি  ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যাসহ সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকা অর্ধদিবস হরতালে রাজধানীর শাহবাগ এলাকায় রাস্তা ‍অবরোধের চেষ্টা চালায় সংগঠনটির সদস্যরা।

সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে সংগঠনের কয়েক জন সদস্য শাহবাগে অবস্থান নেয়।

পরে তারা সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধের চেষ্টা চালায়।

এ সময় ছাত্র ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বাংলানিউজকে বলেন, এখন দেশে কেউ নিরাপদ নয়। দেশে বিচার ব্যবস্থার অবনতির কারণে একের পর এক ঘটনা ঘটে চলছে। এর মোকাবেলায় সবাইকে এক সাথে প্রতিবাদ করতে হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, তারা সকালে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মৎস ভবন, টিএসসি, কাঁটাবন ‌ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসজেএ/এএনজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।