ঢাকা: তনু হত্যার প্রতিবাদে আহূত হরতালে হামলা ও আটকের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষাভ মিছিল ও সমাবেশের আহ্বান করেছে ছাত্র ফেডারেশন।
সোমবার (২৫ এপ্রিল) রংপুরে ছাত্রলীগের হামলায় ছাত্র ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক প্রত্যয়ী মিজান এবং রংপুর সরকারি কলেজ শাখার সভাপতি আসিফ ইকবাল সাজু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান গুরুতর আহত হন।
আসিফ ইকবাল সাজুকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া সারাদেশে পুলিশ হামলা করে ছাত্র জোটের শতাধিক নেতা-কর্মীকে আহত এবং ২৮ জনকে আটক করেছে বলে জানিয়েছেন ছাত্র নেতারা।
সোমবার (২৫ এপ্রিল) প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকে তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালিত হয়।
শাহবাগে কেন্দ্রীয়ভাবে সমাপনী সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল সভাপতির বক্তব্যে বলেন, হামলা করে, আটক করে শান্তিপূর্ণ ও ন্যায্য দাবির আন্দোলনকে কখনোই বানচাল করা যাবে না। যতদিন এই দেশে খুন-ধর্ষণের বিচার না হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত না হবে ততদিন ছাত্রসমাজ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
খুনি-ধর্ষকদের বিচার এবং জীবনের নিরাপত্তার দাবিতে হরতাল পালনকালে ছাত্রলীগ-পুলিশের ন্যাক্কারজনক হামলা ও নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা জানান তিনি।
ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক বলেন, ছাত্রলীগ এবং পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্মমভাবে হামলা করে এটাই প্রমাণ করেছে তারা ধর্ষক-খুনিদের রক্ষায় নিয়োজিত। তনুসহ পাহাড়-সমতলে নারী-শিশু ধর্ষণসহ অসংখ্য মানুষ হত্যার প্রতিবাদে এবং জনগণের নিরাপত্তার দাবিতে হরতালে হামলার জবাব চাই।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
পিআর/এমজেএফ/