ঢাকা: মাঠ পর্যায় থেকে তথ্য নিয়ে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৬১৫ ইউপির মধ্যে ৩৯৫টিতে জয়লাভ করেছে।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান মঙ্গলবার (২৬এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে উল্লেখ করা হয়, তৃতীয় ধাপের ৬১৫টি ইউপির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৯ প্রার্থীসহ আ’লীগ ৩৯৫ ইউপিতে জয় পেয়েছে। বিএনপি ৬০টি, জাতীয় পার্টি ১৪টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১টিতে জয় পেয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৩৯টি ইউপিতে। এদিকে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ৫টি ইউপির সংশ্লিষ্ট কেন্দ্রে পুনঃনির্বাচন হবে।
গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এবার দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে তিন ধাপের নির্বাচন শেষ হয়েছে। আগামী ৭ মে চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ২৮ মে পঞ্চম ধাপ ও ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে ইউপি নির্বাচন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা এপ্রিল ২৬, ২০১৬
ইইউডি/এএ