ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে তিন প্রার্থীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ফেনীতে তিন প্রার্থীকে জরিমানা

ফেনী: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী সদরের ধলিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মুন্সিসহ দুই সদস্য প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসেলুল কাদের তাদের এ দণ্ডাদেশ দেন।


 
জানা যায়, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর ধলিয়া ইউনিয়নে (২১ এপ্রিল) মোটরসাইকেলসহ শোভাযাত্রা করে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মুন্সির সমর্থকরা। এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে ওই ইউনিয়ন পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মুন্সিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া একই অভিযোগে চার নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী রাশেদুল ইসলামকে তিন হাজার টাকা ও খুঁটিতে পোস্টার সাটানোর দায়ে এক নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বোরহান উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এটিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।