ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সব অপরাধের তদন্ত চান নজরুল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
সব অপরাধের তদন্ত চান নজরুল

ঢাকা: ‘চারদিক থেকে দুঃসংবাদ আসছে, এই অবস্থা থেকে বাঁচতে হলে গণতন্ত্র পুনরুদ্ধারে গণতান্ত্রিক আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

একই সঙ্গে বিভিন্ন সময় সংঘটিত সব অপরাধ কর্মকাণ্ডের তদন্ত দাবি করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি জানান তিনি।

শুক্রবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এ দাবির কথা বলেন।

এ সময় তিনি সরকারকে বিএনপি নেতাদের গ্রেফতার করার আগে তদন্ত করে দেখার অনুরোধ জানিয়ে বলেন, ‘বিএনপি এমন একজন নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা নেই। বাকরুদ্ধ এই পরিস্থিতি থেকে দেশ রক্ষা করতেই আন্দোলন করা ছাড়া কোনো পথ নেই। ’

‘স্বাধীনতার ৪৪ বছর পরেও গণতন্ত্রের জন্য চিৎকার করেতে হচ্ছে। মুক্তিযুদ্ধ করে দেশে স্বাধীন করা হলেও সেই গণতন্ত্র আজও অনুপস্থিত। দেশে আইনের শাসন নেই। নেই সভা-সমাবেশ করা ও কথা বলার অধিকার। অনির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। আর বিএনপির নির্বাচিত মেয়ররা আজ কারাগারে। দেশে আজ কী গণতন্ত্র? এমন গনতন্ত্র দেশের মানুষ চায় না’- বলেন নজরুল।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আজকে টিভি স্ক্রল দেখলেই আমরা কোনো না কোনো দুঃসংবাদের খবর পাই। হয় কাউকে খুন করা হয়েছে, না হয় কেউ ধর্ষিত হয়েছে অথবা কেউ দুর্ঘটনায় মারা গেছে। অথবা কাউকে গুম করা হয়েছে। এই দুঃসংবাদ থেকে মুক্তি পেতে এবং অন্যায়-অনাচার, জুলুম, নির্যাতন-নিপীড়ন থেকে দেশবাসীকে মুক্ত করতে ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

দলীয় নেতাকর্মীদের অভয় দিয়ে নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পরীক্ষিত দেশনেত্রী খালেদা জিয়া আমাদের সামনে আছেন। তার নেতৃত্বে আন্দোলনের মধ্যদিয়ে আগাম‍ী দিনে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আর এর মধ্যদিয়ে দেশ থেকে অনাচার, খুন-খারাবি ও দুর্নীতি দূর করতে হবে।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এমএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।