ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ২৭, ২০১৬
আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

রাজশাহী: রাজশাহীর মোহনপুরের জাহানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হযরত আলীর বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ।  

শুক্রবার (২৭ মে)  বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন আব্দুল লতিফ।

স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

লিখিত বক্তব্যে আব্দুল লতিফ বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও মফিজ কবিরাজের মদদে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নে। সশস্ত্র মিছিল, প্রতিপক্ষের লোকজনকে হুমকি-ধামকি, মারধরসহ নানা অপকর্ম চালাচ্ছেন।

লতিফ বলেন, গত ২০ মে তার সমর্থক শামসুদ্দিন নির্বাচনী এলাকায় পোস্টার সাঁটাতে গেলে হযরত আলীর লোকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালান এবং পোস্টার কেড়ে নেন। পরদিন হযরত আলীর কর্মীরা রাতে আব্দুল লতিফের সমর্থকের মিছিলে হামলা চালায়। এছাড়া ২৩ মে পাকুড়িয়া মোড়ে লতিফের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী ও এমপির বিরুদ্ধে তিনি রিটার্নিং অফিসারের কাছে একাধিক লিখিত অভিযোগ করেছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনারদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।