নাটোর: নির্বাচনী পরিবেশ না থাকায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী হযরত আলী শনিবারের (২৮ মে) নির্বাচন বর্জন করেছেন।
শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হযরত আলী ভোট বর্জনের ঘোষণা দেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান শাহিন, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে হযরত আলী অভিযোগ করেন, শনিবারের নির্বাচনে বিএনপির কোন এজেন্ট, কর্মী ও সমর্থক ভোট কেন্দ্রে গেলে তাদের প্রাণে মেরে ফেলা হবে বলে সরকার দলীয় লোকজন প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
এছাড়া সাধারণ ভোটারদেরও নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছে। ইতোপূর্বে তারা মাইক ভাঙচুর, পোস্টারর ছিঁড়ে ফেলাসহ মারপিটের ঘটনাও ঘটিয়েছে।
তার ও তার পরিবার, পোলিং এজেন্ট এবং দলীয় নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা না থাকায় তিনি ভোট বর্জন করতে বাধ্য হয়েছেন।
শনিবার বড়াইগ্রামে ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মে ২৮, ২০১৬
আরএ