খুলনা: গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠেছে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচন। ষষ্ঠ ধাপে ৪ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের মন জয় করতে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আর ভোটাররা খুঁজছেন, যোগ্য প্রার্থীকে।
ইউনিয়নের অলিগলি ও রাস্তাঘাট ছেঁয়ে গেছে পোস্টারে পোস্টারে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজের ছবি ও মার্কা সম্বলিত লিফলেট হাতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণা আর গণসংযোগে এক কথায় ব্যস্ত সময় পার করছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
তবে ভোটাররা বলছেন, দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা।
এ প্রসঙ্গে ভোটার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, বঞ্চিত এ এলাকার উন্নয়নকে বেশি প্রধান্য দিচ্ছেন যে প্রার্থী তাকেই ভোট দেবেন ভোটাররা।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অত্র ইউনিয়নের ১১টি কেন্দ্রে পুরুষ ভোটার ১২৮৬০ জন, নারী ভোটার ১২৫৫৫ জন।
নৌকা প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী সাধন অধিকারী আদর্শ ইউনিয়ন গড়ার দৃঢ়প্রত্যয়সহ সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার শপথ নিয়ে মাঠে নেমেছেন।
তেমনি ইউনিয়নবাসীর কাছে সুপেয় পানির ব্যবস্থা, জলাবদ্ধতা দূরীকরণ এবং অবহেলিত রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।
এছাড়া ঘাটভোগকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী খান কামরুজ্জামান জুয়েল।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এমআরএম/পিসি