ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সদর উপজেলার ১৯ ইউনিয়নের ১৮টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
পঞ্চম দফায় শনিবার (২৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হয়।
এরপর গণনা শেষে রাতে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) আব্দুল কাইয়ূম ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আব্দুল কাইয়ূম বাংলানিউজকে জানান, কসবা উপজেলার আট ইউনিয়ন ও সদর উপজেলার ১১টির মধ্যে ১০টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা (আওয়ামী লীগ মনোনিত) চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ইকবাল হোসেন, বাদৈর ইউনিয়নের আবু জামাল খান, মূলগ্রাম ইউনিয়নের মঈনুল ইসলাম, মেহারি ইউনিয়নের আলম মিয়া, গোপীনাথপুর ইউনিয়নের এসএমএ মান্নান, কসবা পশ্চিম ইউনিয়নের মো. মানিক মিয়া, কাইয়ূমপুর ইউনিয়নের মো. ইয়াকুব আলী ভূঁইয়া ও বায়েক ইউনিয়নের আল মামুন ভূঁইয়া।
সদর উপজেলায় নির্বাচিতরা হলেন- সুহিলপুর ইউনিয়নে আজাদ হাজারী আঙুর, মজলিশপুর ইউনিয়নে মো. তাজুল ইসলাম, নাটাই (উত্তর) ইউনিয়নে হাবিবুল্লাহ বাহার, বাসুদেব ইউনিয়নে এম আলম, সুলতানপুর ইউনিয়নে লায়ন ফিরোজুর রহমান ওলিও, মাছিহাতা ইউনিয়নে আলআমিন, রামরাইল ইউনিয়নে সাহাদত খান, সাদেকপুর ইউনিয়নে একেএম আব্দুল হাই, বুধল ইউনিয়নে আব্দুল হক ও তালশহর (পূর্ব) ইউনিয়নে এনামুল হক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক (আনারস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৬
এনটি