পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১ প্রার্থী, বিএনপির ৪ ও স্বতন্ত্র ৩ প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ মে) দিনে ভোটগ্রহণ শেষে রাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লায়লা মুনতাজেরী দীনা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী হলেন-পঞ্চগড় সদর ইউপির বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. জাহেদুল হক, ধাক্কমারা ইউপিতে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আওরঙ্গজেব, অমরখানা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত মো. নুরুজ্জামান নুরু, চাকলাহাট ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ফরহাদ হোসেন, মাগুরা ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. আবুল কালাম আজাদ বাবুল, গরিনাবাড়ি ইউপিতে বিএনপি প্রার্থী আলতামাস হোসাইন লেলিন, সাতমেরায় বিএনপি প্রার্থী আতাউর রহমান এবং কামাত কাজলদীঘি ইউপিতে বিএনপি প্রার্থী মোজাহার আলী।
এ উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ৩০০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ উপজেলার মোট ১০টি ইউপির মধ্যে হাফিজাবাদ ও হাড়িভাসা বিলুপ্ত ছিটমহল হওয়ায় এ দুই ইউপিতে নির্বাচন হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আরবি/এসআই