ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার ১৭ ইউপিতে আ’লীগ ১৫, স্বতন্ত্র ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ২৯, ২০১৬
বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার ১৭ ইউপিতে আ’লীগ ১৫, স্বতন্ত্র ২

নাটোর: নাটোরের বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার ১৭টি ইউপিতে আওয়ামী লীগের ১৫ প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) দুই প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (২৮ মে) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে দুই উপজেলার নির্বাচন সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ও হেমন্ত হেনরী কুবি এ ফলাফল ঘোষণা করেন।


 
বিজয়ীরা হলেন-বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোজাম্মেল হক, বড়াইগ্রাম ইউপির আওয়ামী লীগ মনোনীত মোমিন আলী, নগর ইউপির আওয়ামী লীগ মনোনীত নীলুফার ইয়াসমিন ডালু, চান্দাই ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বর্তমান চেয়ারম্যান  ও জেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান এবং গোপালপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম খান।

অপরদিকে, সিংড়া উপজেলার সবগুলো ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন- সুকাশ ইউপির আবদুল মজিদ, ডাহিয়া ইউপির আবুল কালাম, ইটালি ইউপির আরিফুল ইসলাম, কলম ইউপির মইনুল হক চুনু, চামারি ইউপির রশিদুল মৃধা, হাতিয়ানদহ ইউপির মাহবুব আলম, লালোর ইউপির নজরুল ইসলাম, শেরকোলের লুৎফুল হাবিব রুবেল, তাজপুরের মিনহাজ উদ্দিন, চৌগ্রামে জাহেদুল ইসলাম ভোলা, ছাতারদিঘীর প্রদীপ কুমার রুদ্র ও রামানন্দ খাজুরা ইউপির তপন সরকার।
 
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।