ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাজীপুরের বরখাস্তকৃত মেয়র মান্নানের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
গাজীপুরের বরখাস্তকৃত মেয়র মান্নানের জামিন

ঢাকা: নাশকতার এক মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ছয়মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ জুন) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু হানিফ।

২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি নাশকতার অভিযোগে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করা হয়। গত ৫ এপ্রিল এ মামলায় এম এ মান্নানের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ।

গত বছরের ১১ ফেব্রুয়ারি ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান। নাশকতার মোট ১৯ মামলায় এক বছরের বেশি কারাগারে থাকার পর সুপ্রিম কোর্টের জামিনে গত ২ মার্চ মুক্তি পান তিনি।

এর মধ্যে দু'টি মামলার অভিযোগপত্রে নাম এলে গত বছরের ১৯ আগস্ট এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করে সরকার।

গত ১১ এপ্রিল মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ছয়মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানালে আপিল বিভাগ তা খারিজ করে দেন ১৩ এপ্রিল।

এরপর গত ১৬ এপ্রিল রাতে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে ফের তাকে গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতারের তিনদিনের মাথায় ১৯ এপ্রিল নতুন মামলার অভিযোগপত্রে নাম আসায় এম এ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করে সরকার।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।