ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামালপুরে ২ জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জামালপুরে ২ জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদণ্ড

জামালপুর: জামালপুরে জামায়াতুল মুজহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ছয়মাসের কারাদণ্ড‍াদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক।

মঙ্গলবার (২৮ জুন) দুপর দেড়টার দিকে বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ইমরোজ ক্ষনিকা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর সদর উপজেলার গাতির এলাকার আব্দুল মজিদের ছেলে কামরুল ইসলাম ও সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের দক্ষিণ মধ্যপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে হাবিবুর রহমান।

২০০৭ সালে ২১ মার্চ এ দুইজনকে সরিষাবাড়ি ইউনিয়নের ভাটারা বাজার থেকে আটক করা হয়। এ সময় তারা পুলিশের ওপর গ্রেনেড বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আহত হন। পরে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়।

মামলার ১০ বছর পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ইমরোজ ক্ষনিকা তাদের দুইজনকে ১০ বছর করে কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ছয়মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।