ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সন্ত্রাসবাদ নির্মূলে আলোচনার তাগাদা এরশাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
সন্ত্রাসবাদ নির্মূলে আলোচনার তাগাদা এরশাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: দেশে সন্ত্রাসবাদ দমন ও নির্মূলের লক্ষে আলোচনার তাগাদা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

যারা সুষ্ঠু ধারার রাজনীতি করে ও ভাঙচুরের রাজনীতি করে না তাদের নিয়ে আলোচনার তাগাদা দেন তিনি।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি গ্রামে পোল্ট্রি খামার ‘নর্থ এগস লিমিটেড’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গুলশানে জঙ্গি হামলার ঘটনায় গোয়েন্দা বিভাগের ব্যর্থতা রয়েছে অভিযোগ করে এরশাদ বলেন, ওই বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

এ সময় আগামী সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদসহ জেলা জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।