ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গিবাদের বিরুদ্ধে নিজে কেন দাঁড়ায় না বিএনপি?

শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
জঙ্গিবাদের বিরুদ্ধে নিজে কেন দাঁড়ায় না বিএনপি?

ঢাকা: আগে স্পষ্টভাবে জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে কোনো বিষয়ে আলোচনায় যাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ব্যাপারে পূর্বের শক্ত অবস্থানই অব্যাহত রাখবে দলটি।

এছাড়া বিএনপি চাইলে নিজস্ব অবস্থান থেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে মনে করছে আওয়ামী লীগ। জঙ্গিবাদ বিরোধী অবস্থান নিতে হলে ঘটা করে ঐক্যের প্রয়োজন আছে বলে মনে করছেন না দলটির নেতারা।

সম্প্রতি রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

তবে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট থাকলে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই সম্ভব না বলে অনেক আগে থেকেই জানিয়ে আসছে আওয়ামী লীগ।

জঙ্গিবাদ ইস্যুতেও বিএনপিকে জাতীয় ঐক্যের চিন্তা করার আগে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বলেছে আওয়ামী লীগ। খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময়ে পেশাজীবীরাও জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বলেছেন। কিন্তু জামায়াত ছাড়ার ব্যাপারে খালেদা জিয়ার দিক থেকে কোনো সাড়া আসেনি।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বিএনপি জাতীয় ঐক্যের কথা বললে আগে তাদের স্পষ্ট করে জামায়াতকে ছাড়তে হবে। জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করতে চায়। বিষয়টি নিয়ে লুকোচুরি বা কোনো কৌশলের আশ্রয় নেয়ার সুযোগ নেই।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলানিউজকে বলেন, বিএনপির সঙ্গে জামায়াত রয়েছে। তাদের সঙ্গে ঐক্য তো দূরের কথা কোনো কিছুই সম্ভব না। তাদের সঙ্গে কোনো আলোচনা করা মানে দেশের মানুষের সঙ্গে, মুক্তিযুদ্ধের চেত‍নার সঙ্গে প্রতারণা করা। আগে পরিষ্কারভাবে জামায়াতকে ত্যাগ করতে হবে। কোনো লুকোচুরি বা কৌশলের কোনো সুযোগ নেই। দেশের মানুষ এতো অবুঝ নয়।

আওয়ামী লীগের ওই নেতাদের মতে, বিএনপি কখনই জামায়াতকে ছাড়বে না। বিএনপিই জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে। বিএনপি-জামায়াত একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। জামায়াত এদেশে জঙ্গিবাদ আমদানি করেছে, তার প্রসার ঘটিয়েছে। জঙ্গিবাদের সঙ্গে জামায়াত-শিবিরের সম্পৃক্ততা পাওয়ার পরও বিএনপি তাদের সঙ্গে জোট ছাড়েনি। বিএনপির এই জাতীয় ঐক্যের কথা লোক দেখানো বলেও আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেন।

তবে নিজস্ব অবস্থান থেকেও বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের ওই নীতিনির্ধারকরা।

তারা বলেন, আওয়ামী লীগ, ১৪ দলসহ অনেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে মাঠে নেমেছে। বিএনপিও নিজেদের অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে নামতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ দমনে সকলের সহযোগিতা চেয়েছেন। বিএনপি চাইলে নিজেদের অবস্থান থেকেও সরকারকে সহায়তা করতে পারে। এর জন্য জোটবদ্ধ হওয়াই জরুরি, বিষয়টি এমন নয়।

এ বিষয়ে মতিয়া চৌধুরী বাংলানিউজকে বলেন, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কিছু করতে চাইলে নিজস্ব অবস্থান থেকে তাদের মতো করে করুক। জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগকে, ১৪ দলকে লাগবে কেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান জঙ্গি হামলা ও নাশকতা বন্ধে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। বিএনপি যদি সত্যিই দেশের ভাল চায়, জঙ্গিবাদ বন্ধ চায় তাহলে তাদের অবস্থান থেকেই সহায়তা করতে পারে। এর জন্য জোট করে, টেবিলে বসে সংলাপ করার তো প্রয়োজন হয় না। আর জঙ্গিবাদকে লালন-পালন ও পৃষ্ঠপোষকতা দিয়ে লোক দেখানো জাতীয় ঐক্যের কথা বললে তো আর জঙ্গিবাদ দমনে সহায়তা হয় না। একমাত্র তখনই সরকারকে সহায়তা করা সম্ভব হবে তারা যদি আন্তরিকভাবে জঙ্গিবাদের লালন-পালন না করে, জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।