ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধার ৩ উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
গাইবান্ধার ৩ উপজেলার ইউপি চেয়ারম্যানদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

শনিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুস সামাদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন- পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের তৌহিদুল ইসলাম,  বেতকাপার ফজলুল করিম, পবনাপুরের শাহ আলম মণ্ডল, মনোহরপুরের মিজানুর রহমান ও হরিনাথপুর ইউনিয়নের রুহুল আলম কবির চৌধুরী রুশো।

সাঘাটা উপজেলায় কচুয়া ইউনিয়নের মাহবুবর রহমান, পদুমশহরের তৌহিদুল রহমান স্বপন, কামালেরপাড়ার সাহিনুর ইসলাম সাজু, ভরতখালীর শামসুল ইসলাম শীতল, বোনারপাড়ার আব্দুল ওয়ারেস প্রধান, মুক্তিনগরের আরশাদ আজিজ, হলদিয়ার ইয়াকুব আলী, জুমারবাড়ির রোস্তম আলী ও সাঘাটা ইউনিয়নের মোশারফ হোসেন সুইট।

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের আব্দুল হালিম সরকার, উড়িয়ার বদিয়াজ্জামান, উদাখালীর আনোয়ার হোসেন, গজারিয়ার শামসুল আলম সরকার, ফুলছড়ির আব্দুল গফুর মণ্ডল ও এ্যাড়েন্ডাবাড়ি ইউনিয়নের আজিজুর রহমান।

এদিকে, এরআগে আইনি জটিলতায় শপথ গ্রহণ করতে না পারা সাদুল্যাপুর উপজেলার এক নম্বর রসূলপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল করিম দুলা শনিবার শপথ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।