ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি হামলার প্রতিবাদে বগুড়ায় যুবলীগের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
জঙ্গি হামলার প্রতিবাদে বগুড়ায় যুবলীগের সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গি হামলার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ জুলাই) বিকেলে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু আহমেদ নাসীম পাভেল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলার মাটিতে সন্ত্রাস জঙ্গিবাদের স্থান নেই। যারা ইসলামের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে মানুষ হত্যা করে তারা মানবতার শত্রু। ইসলামের দুশমন।

নাসীম পাভেল আরো বলেন, ষোল কোটি বাঙালি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এসব সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুললে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।   তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক গণপ্রতিরোধ গড়ে তুলে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক সৈকত জোয়াদ্দার, নুর মোহাম্মদ হাওলাদার ও সদস্য হুমায়ন কবির, মোখলেছুর রহমান।
 
এছাড়া সভায় জেলা যুবলীগ নেতা রেজাউল আশরাফ জিন্না, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, মাহফুজুল আলম জয়, উদয় কুমার বর্মন, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম বিটুল, এম সুলতান আহম্মেদ, অধ্যাপক পিএম বেলাল হোসেন, তপন চন্দ্র মোহন্ত দুলাল, ফিদা হাসান টিটো, আইয়ুব তরফদার, বনি আমিন মিন্টু, প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, শাহজাহান আলী, চেয়ারম্যান জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, ইউনুস আলী টনি, মাহমুদ আশরাফ মামুন, মোস্তাফিজুর রহমান ভুট্টো, আশিক আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।