ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উপ-নির্বাচনের তিন শঙ্কায় সতর্ক ইসি-প্রশাসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
উপ-নির্বাচনের তিন শঙ্কায় সতর্ক ইসি-প্রশাসন

ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে উপ-নির্বাচনের মাত্র তিনদিন আগে নির্বাচন কমিশনের নির্দেশে বদলি করা হয়েছে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। তার স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম।

নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষায় জেলা পুলিশ এ চৌকষ পুলিশ কর্মকর্তাকে সেখানে পাঠিয়েছে।

এ আসনের পাশাপাশি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের উপ-নির্বাচনকেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসন।

সোমবার (১৮ জুলাই) এ দুই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ভোটকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মাঝে তিনটি শঙ্কা কাজ করছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় কি-না, আবহাওয়া অনুকূলে থাকে কি-না এবং ভোটার উপস্থিতি স্বাভাবিক না কম হয় এসব বিষয় নিয়েই চলছে ভাবনা-চিন্তা।

তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ দু’আসনে র‌্যাব-বিজিবি’র পাশাপাশি মাঠে থাকবে সাড়ে ৩ হাজার পুলিশ। ইতোমধ্যে শুরু হয়েছে র‌্যাব ও বিজিবি টহল।

জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে মোট ভোটকেন্দ্র ১শ’ ৩৩টি। আর দুই উপজেলার মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৬শ’ ৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৬শ’ ২২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৭২ জন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ২শ’ ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮শ’ ৯২ জন ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৩শ’ ৪৩ জন।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্রে ২২ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ২৪ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম বাংলানিউজকে জানান, দুই আসনে মোট সাড়ে ৩ হাজার পুলিশ সদস্য থাকবেন। নির্বাচনের দিন ৯২টি মোবাইল টিম, প্রতি ইউনিয়নে ১টি করে স্ট্রাইকিং ফোর্স ও পৌর এলাকায় ২টি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। নির্বাচনের আগের দিন ও পরের দিন প্রতি ১০টি কেন্দ্রের জন্য থাকবে একটি করে মোবাইল টিম।

তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার পাশাপাশি ভোটের দিনেও লেভেল প্লেয়িং ফিল্ড থাকা নিয়ে আগাম শঙ্কা প্রকাশ করেছেন এ দু’আসনের বিভিন্ন দলের প্রার্থী।

ময়মনসিংহ-১ (গৌরীপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী শামসুজ্জামান মনে করেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থাকলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নয়তো পরিস্থিতি ঘোলাটে হতে পারে।

একই শঙ্কা প্রকাশ করেন এ আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী হাফেজ মাওলানা আবু তাহের খান এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সেলিনা খাতুন।

তবে সরকারি দলের প্রার্থীদের ভাষ্য, উৎসবমুখর পরিবেশেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

এছাড়া নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে বা বৃষ্টি হলে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা রয়েছে।

শেষদিকে নির্বাচনী মাঠ উত্তাপ ছড়ালেও উপ-নির্বাচন হওয়ায় ভোটারদের ভোটাধিকার নিয়ে আগ্রহও স্বভাবতই কম। এসব বিষয় নিয়ে দুশ্চিন্তার কমতি নেই প্রার্থীদের মাঝে।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘন্টা, জুলাই ১৭, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।