ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীর তিন উপজেলার ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
 রাজশাহীর তিন উপজেলার ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ

রাজশাহী: রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নিলেন তিন উপজেলায় নবনির্বাচিত ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।

সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।

শপথ গ্রহণকারী পবা উপজেলার ইউপি চেয়ারম্যানরা হলেন- হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হুজুরিপাড়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দামকুড়া ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, বড়গাছি ইউপি চেয়ারম্যান সোহেল রানা, পারিলা ইউপি চেয়ারম্যান সাইফুল বারী ভুঁইয়া ও দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান রাজ।

রাজশাহীর মোহনপুর উপজেলা থেকে শপথ গ্রহণ করেছেন ছয়জন। তারা হলেন- বাকশিমইল ইউপি চেয়ারম্যান আল মোমিন শাহ গাবরু, ধুরোইল ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবুল, জাহানাবাদ ইউপি চেয়ারম্যান এমাজ খান, মৌগাছী ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস এবং রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান।

এছাড়া বাঘা উপজেলা থেকে শপথ নিয়েছেন তিনজন। তারা হলেন- আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাউসা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ও চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আলম।

জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের রাজশাহী উপ পরিচালক (ডিডি) দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম হোসেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।

গত ৪ জুন শেষ ধাপের ইউপি নির্বাচনে তারা চেয়ারম্যান নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এসএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।