ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক ইস্যুতে নরম-ই থাকছে বিএনপি  

আসাদ জামান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
তারেক ইস্যুতে নরম-ই থাকছে বিএনপি  

ঢাকা: দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা ইস্যুতে কঠোর কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। নরম কর্মসূচিতেই দলীয় প্রতিক্রিয়া জানাবে তারা।


 
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
 
দলীয় সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। নিম্ন আদালতে বেকসুর খালাস পাওয়ার পরও উচ্চ আদালতে এ মামলায় সর্বচ্চো সাজায় বৈঠকে বিস্ময় প্রকাশ করা হয়।
 
উপস্থিত নেতারা একটা বিষয়ে একমত হন, অদূর ভবিষ্যতে জাতীয় নির্বাচনে যাতে অংশ নিতে না পারেন, সেই জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে।
 
মামলার পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ পিটিশন করার সিদ্ধান্ত হয় আজকের বৈঠকে। আইনি লড়াইয়ের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
 
সূত্র মতে, কর্মসূচির বিষয়ে আলোচনা শুরু হলে দলের কয়েকজন নেতা কঠোর কর্মসূচির মাধ্যমে দলীয় প্রতিক্রিয়া জানানোর পক্ষে মত দেন। তাদের যুক্তি ছিল-বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে সাজা দেওয়ার বিষয়টিকে হাল্কাভাবে নিলে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করবে। অন্তত একদিনের কঠোর কর্মসূচি দিয়ে দলীয় প্রতিক্রিয়া জানানো উচিৎ।
 
কিন্তু দলের চেয়ারপারসন ও শীর্ষ নেতারা দেশের বর্তমান পরিস্থিতি এবং বিএনপির এই নাজেহাল অবস্থার মধ্যে কঠোর কর্মসূচির পরামর্শ প্রত্যাখান করেন। তাছাড় এখনো জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কোনো কর্মসূচি দিতে না পাড়ায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ইস্যুতে কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়টি নৈতিকভাবে ঠিক মনে করেননি শীর্ষ নেতারা।
 
বৈঠক সূত্রে জানা গেছে, কঠোর কর্মসূচির পরিবর্তে আপাতত বিক্ষোভসহ সভা-সমাবেশ কর্মসূচি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে বিএনপি। প্রায় সপ্তাহব্যাপী সারা দেশে এ কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হবে।
 
সূত্র মতে, সংবাদ সম্মেলনে তারেক রহামনের আইনজীবীরা মামলার লিগ্যাল দিকগুলো তুলে ধরবেন। এর আগে সিনিয়র নেতারা আরেক দফা বৈঠকও সেরে নিতে পারেন।
 
বৃহস্পতিবার রাতের বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, হরতালের মতো কঠোর কর্মসূচি দিচ্ছে না বিএনপি। গতানুগতিক কর্মসূচিতে থাকছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে মূলত, মামলার লিগ্যাল দিকগুলো তুলে ধরা হবে।
 
বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এজেড/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।