ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা: সিলেটে কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
শুক্রবার (২২ জুলাই) কারা অধিদফতরের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

তিনি জানান, কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- ডিআইজি (সিলেট) তৌহিদুল ইসলাম, ময়মনিসংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম।

চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই কারা অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন আইজি প্রিজন।

এর আগে, বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কারারক্ষীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এসজেএ/আইএ

**
সিলেটে কারারক্ষী-ছাত্রলীগ সংঘর্ষ: আট নেতা বহিষ্কার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।