ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেকের সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
তারেকের সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

ঢাকা: জাতীয় ঐক্যকে বাধাগ্রস্ত করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
যুক্তরাজ্য সফর শেষে শনিবার (২৩ জুলাই) দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।


 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। ধারাবাহিক জঙ্গি ও সন্ত্রাসী হামলায় জাতি যখন দিশেহারা। সব রাজনৈতিক দল যখন জাতীয় ঐক্য গড়ার ব্যাপারে ক্ষমতাসীনদের ওপর চাপ সৃষ্টি করছে ঠিক সেই সময় জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বানোয়াট ও ভিত্তিহীন মামলায় সাজা দেওয়া হয়েছে।
 
বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে তিনি বলেন, এই মামলায় নিম্ন আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থ লেন-দেনের সঙ্গে তারেক রহমানের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।
 
জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে উল্লেখ করে ফখরুল বলেন, অতীতেও জনপ্রিয় রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষমতাসীনরা এভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে। সাজা দিয়েছে। কিন্তু তাতে সফল হতে পারেনি। এবারও পারবে না।
 
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।