ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে প্রজন্ম লীগের জঙ্গিবাদবিরোধী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
রাজধানীতে প্রজন্ম লীগের জঙ্গিবাদবিরোধী কর্মসূচি

ঢাকা: সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে এবং গুপ্তহত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী প্রজন্ম লীগ।

শনিবার (২৩ জুলাই) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রজন্ম লীগের সভাপতি মনির আহমেদ মনা। অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক টুটুলসহ প্রজন্ম লীগের অর্ধশত নেতাকর্মী।

প্রথমে জাতীয় প্রেসক্লাব, পল্টন ও নয়াপল্টন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। পরে প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় সমাবেশের।

এতে মনির আহমেদ মনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাস ও স্বাধীনতাবিরোধীদের নির্মূলের যে অভিযান শুরু হয়েছে, তার প্রধান হাতিয়ার হবে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে।  

প্রজন্ম লীগ সভাপতি বলেন, এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।  

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহত করার আহবান জানান তিনি।  

প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক টুটুল বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।  

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ লিপু, মোহাম্মাদ আলী, মোহাম্মদ রব্বানী, ডালিম মিয়া, এমএল মিয়া, আবুল কাশেম, নজরুল ভূইয়া, বাবু মিয়া ও আবু সাঈদ ভীষু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।