ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ ২১ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ ২১ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাস্টারসহ জামায়াতের ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৪ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে, নাশকতার মামলায় গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাস্টারসহ জামায়াতের ২১ নেতাকর্মী আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

নেতাকর্মীরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন মাস্টার, সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমির আশরাফুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির নুরুন্নবী প্রধান, জামায়াত কর্মী ইউনুস আলী, আবদুর রউফ, জিল্লুর রহমান, নিজাম উদ্দিন, শরিফুল ইসলাম, জাকিরুল ইসলাম, জহির উদ্দিন, মাজহারুল ইসলাম, মুকুল হোসেন, সালাম মিয়া, রহিম উদ্দিন ও আপেল মিয়াসহ ২১ জন।

জেলা ও দায়রা জজ আদালতের (জিআরও) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জামায়াতের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।