ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের সংসদীয় দলের সভা মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
আ’লীগের সংসদীয় দলের সভা মঙ্গলবার

ঢাকা: আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জরুরি সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সন্ত্রাসী হামলা নিয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।

জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সব সংসদ সদস্যকে (এমপি) সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রতিটি সংসদ অধিবেশন শেষেই এ ধরনের সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সভায় এমপিদের কিছু নির্দেশনা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় এবারের সভা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।