ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গি দমন নয় আশ্রয় দেয়া হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
জঙ্গি দমন নয় আশ্রয় দেয়া হচ্ছে

ঢাকা: দেশে জঙ্গি দমন নয় বরং আশ্রয় দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার (২৬জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের’ প্রতিবাদে এক চিকিৎসক সমাবেশে তিনি একথা বলেন।

চিকিৎসক সমাবেশের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ,ড্যাব।

নজরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কখনো জঙ্গি দমন সম্ভবন নয়। যদি কি না সবার মধ্যে ঐক্য গড়ে না উঠে। প্রধানমন্ত্রী বলছেন ঐক্য হয়েছে কিন্তু কাদের সাথে ঐক্য হয়েছে সেটাই এখন দেখার বিষয়। শুধু ঐক্য ঐক্য করলেই ঐক্য হয় না। দেখুন জনগণ শান্তিতে আছে কি না। কিংবা আপনাদের জনগণ চায় কি না।

রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তারেক রহমানের রায় দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশ থেকে কোনো অর্থ বিদেশে পাচার হয়নি। সুতরাং এই মানি লন্ডারিং মামলার রায় একটি ভিত্তিহীন রায়। কেন না যিনি এই মামলার সাক্ষী ছিলেন তিনিও সাক্ষ্যতে বলেননি তারেক রহমান এই মামলার সাথে জড়িত। আর এতেই বোঝা যায় বিএনপিকে ধ্বংস করতেই এই রায় দেয়া হয়েছে।

তিনি বলেন, এখন এমন এক যুগ এসেছে যখন কথায় কথায় মামলা দেয়া হয়। আর যারা এই মামলা নিয়ে কাজ করছেন তারাও বিড়ম্বনায় পড়ছেন। যে দেশে মানুষের স্বাধীনতা নেই, মানুষের ইচ্ছা শক্তির কোনো মূল্য নেই, যেখানে গনতন্ত্র নেই, সেখানে শান্তি আসতে পারে না। ফলে দেশে একের পর এক ঘটনা ঘটছে আর সরকার সেটাকে অন্য একটি ঘটনা দিয়ে ধামাচাপা দিচ্ছেন। যার জন্য বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবীর রিজভী বলেন, সরকারই জঙ্গিবাদকে সৃষ্টি করছে। দেশে জঙ্গিবাদের কোথায় রহস্য রয়েছে। সেটা সরকার কেন বের করছে না। কারণ তারা নিজেই এই জঙ্গিগোষ্ঠীকে তৈরি করেছেন। আর হামলার পরে দোষ দেয়া হচ্ছে বিএনপি-জামায়াতকে। সুতরাং নিষ্ঠুর ফ্যাসিস্টদের উৎখাত করতে হবে।

দেশ আজ বিপন্নের পথে মন্তব্য করে তিনি বলেন,হামলাকারীদের আশ্রয় দিচ্ছেন শেখ হাসিনা। প্রত্যেকটি হামলার পিছনে সরকার জড়িত। কেন না দেশে কোনো আইএস বা জঙ্গি নেই। সরকারই বলছে দেশে জঙ্গি আছে। যদি দেশে জঙ্গি থাকে তাহলে তাদেরকে ধরে কেন জাতির সামনে আনা হচ্ছে না। আর কেনই বা তাদের মেরে ফেলা হচ্ছে। জাতি জানতে চায় দেশে আসলেই জঙ্গি আছে কি না।

তিনি বলেন,এখন সরকারের আদর্শ নিয়েছে জঙ্গিরা। আর জঙ্গিদের আদর্শ নিয়েছে সরকার। যদি তাই না হবে তাহলে কোনো একটি ঘটনা ঘটলেই সেটাকে কেন জঙ্গি বলে আখ্যায়িত করা হয়। আর যাদেরকে মারা হচ্ছে তারা আসলেই কি জঙ্গি?

আয়োজক সংগঠনের সহ-সভাপতি রফিকুল কবীর লাবুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা,জুলাই ২৬,২০১৬
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।