ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ: নাশকতার মামলায় ঝিনাইদহের তিন উপজেলা থেকে জামায়াত ও শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রবিউল ইসলাম মুন্সী, জামায়াত কর্মী কালাপাহাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমজাদ আলী (৩০), শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (২২), খুলুমবাড়ীয়া গ্রামের আজিবর রহমানের ছেলে সেলিম হোসেন (২০), কাঁচেরকোল গ্রামের রুস্তম আলী ছেলে সাগর হোসেন (১৯), কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে আব্দুর রহমানের ছেলে আ ন ম মাকসুদুর রহমান (৫৩)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, নাশকতা প্রতিরোধে রাতে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ।

সেসময় শৈলকুপা উপজেলা থেকে শিবিরের তিনজন, কোটচাঁদপুর থেকে জামায়াতের একজন ও হরিণাকুন্ডু উপজেলা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগে থানায় নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।