ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন শওকত মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন শওকত মাহমুদ

ঢাকা: চিকিৎসা নিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

তিনি চিকিৎসার জন্য ৪০ দিন বিদেশে অবস্থান করতে পারবেন।

শওকত মাহমুদের করা এক আবেদনের শুনানি শেষে সোমবার (০১ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।

আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের জানান, নাশকতার বিভিন্ন মামলায় কারাবন্দি থাকা অবস্থায় হাইকোর্ট শওকত মাহমুদকে জামিন দিয়েছিলেন। ওই সময় হাইকোর্ট শর্ত দিয়েছিলেন, বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।

হাইকোর্টের এ আদেশ অনুসারে চিকিৎসার জন্য ১৮ জুলাই বিদেশে যাওয়ার জন্য নিম্ন আদালতে অনুমতি চেয়ে আবেদন করেন শওকত মাহমুদ। কিন্তু তার এ আবেদন খারিজ হওয়ায় তিনি ২৮ জুলাই হাইকোর্টে আবেদন করেন।

এরপর শুনানি শেষে সোমবার তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন হাইকোর্ট। আর বিদেশে গিয়ে ৪০ দিন অবস্থান করতে পারবেন বলে জানান এই আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ০১,২০১৬
ইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।