ঢাকা: দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের।
সোমবার (১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অরুণোদয় নামের একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
মানববন্ধনে বন্যাকবলিত এলাকাকে চিহ্নিত করে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, বন্যাকবলিত মানুষের সংখ্যা লক্ষাধিক। সরকারের একার পক্ষে সবার পাশে দাঁড়ানো সম্ভব নয়। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়াতে হবে। কেননা সরকারের পক্ষ থেকে যে ত্রাণ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া ত্রাণ সামগ্রী বিতরণে ঠিকমতো সমন্বয় হচ্ছে না।
বন্যাকবলিত মানুষ মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, রাস্তাঘাট, বাড়ি-ঘরসহ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বন্যা কবলিত মানুষেরা। ক্ষয়ক্ষতি চিহ্নিত করে সহযোগিতা করতে হবে। যেখানে গাড়ি যাচ্ছে না সেখানেও আমাদের যেতে হবে। খাবারসহ নানামুখী সমস্যার মধ্য দিয়ে বন্যাকবলিতরা সময় পার করছে।
বন্যার স্থায়ী সমাধানে সঠিক পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাবেক এ মন্ত্রী।
মানববন্ধন থেকে জানানো হয়, কুড়িগ্রামে যেখানে ছয় লাখ লোক বন্যাকবলিত সেখানে সরকারিভাবে জেলায় ৫৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নিয়েছেন মাত্র তিন হাজার ৬৮৪ জন বন্যাদুর্গত মানুষ। বন্যা থেকে স্থায়ীভাবে উত্তরবঙ্গের লোকজনকে বাঁচাতে প্রয়োজন নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা ।
আয়োজক সংগঠনের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব রিংকু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা সুমনসহ অনেকে। কুড়িগ্রাম জেলার রাজারহাট শিক্ষার্থী কল্যাণ সংঘের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন অরুণোদয়।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
একে/এএ