ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁদপুর ছাত্রদল নেতার জামিন বাতিলে কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
চাঁদপুর ছাত্রদল নেতার জামিন বাতিলে কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

ঢাকা: চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রহমান মাঝির জামিন বাতিল  করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (০১ আগস্ট) সংবাদ মাধ্য পাঠানো যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

নেতৃদ্বয় বলেন, দেশের সাধারণ জনগণ আজ নিরাপত্তাহীন। অবৈধ সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে ছাত্রদল নেতাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, জামিন না দিয়ে জেলে পাঠাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আইনের প্রতি জনগণ শ্রদ্ধা হারিয়ে ফেলবে।
 
তারা বলেন, আইনের শাসন আজ বাংলাদেশে নির্বাসিত। না হলে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাজনৈতিক মামলায় ছাত্রদল নেতা মাসুদ মাঝি আদালতে জামিন প্রার্থনা করলে তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

নেতৃদ্বয় অবিলম্বে মাসুদ রহমান মাঝির মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।