ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
‘ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই’ ছবি: দীপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (০৫ আগস্ট) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের ভেতরে প্রথমে সমাবেশ হয়।

এতে সংগঠনটির ঢাকা মহানগরের আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এতে সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম মানুষের কল্যাণের পথ প্রদর্শক।

শিক্ষাব্যস্থার কারণে মানুষের নৈতিকতার অক্ষয় হয়েছে উল্লেখ করে তিনি কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষাব্যবস্থা তৈরির দাবি জানিয়েছেন।

এরপর ‘বাঁচাও ঈমান, বাঁচাও দেশে, আল্লামা শফির নির্দেশ’ স্লোগানে বায়তুল মোকারমের উত্তর গেইট থেকে বিক্ষোভ-মিছিল শুরু হয়ে পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা পার করে আবার বায়তুল মোকাররমের উত্তর গেটে শেষ হয়। এসময় পুলিশের নিরাপত্তা অব্যাহত ছিল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আহমদ আব্দুল কাদের, যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আজগর এবং হেফাজত নেতা মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এসমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।