ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সন্ত্রাসী দল হিসেবে যারা চিহ্নিত সেই জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি মানুষের সাথে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


 
শনিবার (০৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ভোলা বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ঐক্যের ডাক দিয়েছেন। ওই ডাকে মানুষ আজ ঐক্যবদ্ধ। ৭১’এ বঙ্গবন্ধু মানুষকে ঘরে-ঘরে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, এখন প্রধানমন্ত্রীর ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে-ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।

ভোলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা ও ভোলা-বরিশাল রুটে সেতু নির্মাণে নিজের স্বপ্নের কথাও এ সময় উল্লেখ করেন মন্ত্রী।
 
জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার দোস্ত মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।

আজিজুল ইসলামের উপস্থাপনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, নকিব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

এরআগে জেলা সদরের ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী  সমাবেশস্থলে এসে উপস্থিত হন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।