ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সিলেটে বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
সিলেটে বোমাসহ জামায়াত নেতা গ্রেফতার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: হরতালে নাশকতার পরিকল্পনাকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফয়জুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে উপজেলার টুকেরবাজার স্টার কিন্ডারগার্টেনে বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


এসময় ঘটনাস্থল থেকে ১১০টি ককটেল, সহস্রাধিক লিফলেট, বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম।
তিনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২০/২৫ জামায়াত নেতাকর্মী ওই কিন্ডারগার্টেনে বৈঠকে বসেছে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ফয়জুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতার ফয়জুর রহমানের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এনইউ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।