ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনের জন্য সর্বদলীয় কমিটি করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
‘নির্বাচনের জন্য সর্বদলীয় কমিটি করতে হবে’

‘নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বদলীয় কমিটি করতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

ঢাকা: ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বদলীয় কমিটি করতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
 
শনিবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
নোমান বলেন, প্রধানমন্ত্রী এখন নির্বাচনের কথা বলেন। এজন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য সমঝোতা ও আলোচনার প্রয়োজন আছে। কারণ রকিবউদ্দিন মার্কা কমিশন দিয়ে হবে না।
 
তিনি বলেন, অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে। এর জন্য নিরপেক্ষ কমিশন ও সরকার লাগবে। সর্বদলীয় কমিটি লাগবে। যে কমিটি নির্ধারণ করবেন কিভাবে নির্বাচন হবে।     
 
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি আমির হোসেন মণ্ডলের স্মরণে আয়োজিত সভায় সভাপাতিত্ব করেন সভাপতি শফিউল আলম প্রধান।
 
আলোচনায় অংশ নেন- সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১২,২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।