ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিঠাপুকুরে পেট্রোল বোমা মামলায় ২ জামায়াত কর্মী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
মিঠাপুকুরে পেট্রোল বোমা মামলায় ২ জামায়াত কর্মী গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পেট্রোল বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত দুই আসামি জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় পেট্রোল বোমা হামলার মামলায় চার্জশিটভুক্ত দুই আসামি জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুস সালাম ও রেজাউল ইসলাম।  

পুলিশ জানায়, ২০১৫ সালের ১৪ জানুয়ারি মিঠাপুকুরের জায়গার বাতাসন এলাকায় বাসে পেট্রোল বোমা হামলা করে ৬ জনকে হত্যা, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়ের দিন সংঘর্ষে ৭ জন হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে বলেন, তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ভোরে তাদেরকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।