ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বোমা হামলার মামলায় আরিফুল হক ও গউছ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
বোমা হামলার মামলায় আরিফুল হক ও গউছ কারাগারে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০০৪ সালে দিরাইতে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও  হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ: ২০০৪ সালে দিরাইতে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও  হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দিরাই জোন) আব্দুল্লাহ মো.আবু সালেহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে তাদের কড়া পুলিশি পাহারায় শহরতলীর হালুয়ারগাঁও এলাকার সুনামগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এরআগে আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় জামিনে থাকা আরিফুল হক চৌধুরী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এছাড়া একই মামলায় হবিগঞ্জ কারাগারে থাকা জি কে গউছকে সুনামগঞ্জ আদালতে হাজির করে পুলিশ।

২০০৪ সালের সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে যুবলীগের এক কর্মী নিহত ও ২৯ জন আহত হন। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দিরাই থানায় বিস্ফোরক আইনে মামলা হয়।

সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা তাদের গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের হাজির করার নির্দেশ দেন।

আবেদনে বসু দত্ত চাকমা উল্লেখ করেন, প্রাথমিক সাক্ষ্য-প্রমাণে ওই হামলার ঘটনায় আরিফুল হক চৌধুরী ও জি কে গউছের সম্পৃক্ততা পাওয়া গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. শহীদুল হাসমত খোকন ও  আসামিপক্ষে আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরে নূর আলী।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।