ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি ফারুকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি ফারুকের

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করুন।

ঢাকা: সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন। তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করুন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন-এর উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জয়নাল আবদীন ফারুক বলেন, প্রয়োজনে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে পুরে হলেও রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ দিন।

মায়ানমার ইস্যুতে সরকার এখনও নিশ্চুপ কেন? প্রশ্ন রেখে ফারুক বলেন, সরকারের উচিৎ অনতি বিলম্বে মায়ানমারে মুসলিম হত্যার বিরুদ্ধে সর্বদলীয় বৈঠক ডেকে তাদের চাপ সৃষ্টি করা।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গণতন্ত্রের মুখোশধারী অন সাং সুচির নোবেল পুরস্কার অবিলম্বে  প্রত্যাহার করে নেওয়া হতে পারে মায়ানমারে মুসলিম গণহত্যার বিরুদ্ধে এক নম্বর প্রতিবাদ।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসজেএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।